বাগেরহাটের মোল্লাহাট উপজেলার একমাত্র ঐতিহ্যবাহী লাগসই প্রযুক্তি যাদুঘর শিশু পার্কটি সংস্কারের অভাবে আজ বিলুপ্তির পথে শিশুপার্কটি সংস্কারের অভাবে অযত্নে অবহেলিত ভাবে পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে।
উপজেলার শত শত কোমলমতি ছেলে মেয়ে উক্ত শিশু পার্কটির সংস্কারের অভাবে খেলাধুলা ও চিত্র বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে । ৮০ দশকে শিশুদের বিনোদন ও খেলাধুলার জন্য মোল্লাহাটে উক্ত পার্কটি নির্মান করা হয়। তবে পরবর্তীতে অযত্নে আর অবহেলায় বেহাল দশায় পরিনত হয়েছে লাগসই প্রযুক্তি যাদুঘর শিশু পার্ক ৮০ দশকে মোল্লাহাটে শিশুদের বিনোদন ও খেলাধুলা করার জন্য ১২ শতক জমির উপর উক্ত শিশুপার্ক নির্মান করা হয়।
কয়েক বছর তা ঠিকঠাক ভাবে চললেও অযত্ন আর অবহেলায় সম্পূর্ণ খেলাধুলার অনুপযোগী হয়ে পড়েছে পার্কটি। সরেজমিনে গিয়ে দেখা গেছে, মোল্লাহাটের শিশু পার্কটি অনেক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। পার্কের মধ্যে শিশুদের বিনোদন এবং খেলার জন্য দোলনা , সিড়ি, মঈ, এবং মাঠের ভেতরে বেঞ্চ নির্মান করা হয়ে ছিল।
শিশু পার্কটি স্থাপনের পর থেকে শিশুদের আনাগোনা ভাল ছিল। শিশুরা তাদের মা-বাবার সাথে এসে পার্কটিতে খেলাধুলা করতো সময় কাটাতো। কিন্তু দীর্ঘদিন সংস্কার না করায় শিশু পার্কে স্থাপিত লোহা ও প্লেনসিট মরিচা ধরতে থাকে যা যে কোন সময়ে দূর্ঘটা ঘতে পারে। এগুলো সংস্কার না করায় কয়েক যুগ ধরে পড়ে আছে পার্কটি, দেখার জন্য কেউ নেই। বর্তমানে পার্কটির অবস্থা অত্যান্ত ভয়াবহ। তাই এলাকাবাসীর বক্তব্য যাহাতে মোল্লাহাটের ঐতিহ্যবাহী লাগসই প্রযুক্তি যাদুঘর শিশু পার্কটি সংস্কারের জন্য গ্রহনের প্রাশনের হস্তক্ষেপ কামনা করছে।