মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানার সাথে মোল্লাহাটেও নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর উদ্বোধন করা হয়েছে। রোববার এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের সকল থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর অংশ হিসেবে একই সাথে মোল্লাহাট থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ সোমেন দাস অত্র উপজেলার উদয়পুর গ্রামের গৃহহীন তিন সন্তানের জননী বিধবা জোসনা বেগমকে বাগেরহাট জেলা পুলিশের পক্ষে নির্মিত গৃহ হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপ-পুলিশ পরিদর্শক ঠাকুর দাস, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, জৈষ্ঠ্য সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম ও যুগ্মসাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহীন, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক কর্মকর্তা এসআই আকাশী, এএসআই মনিষা মন্ডল প্রমুখ।