মোল্লাহটে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০২২ উদযাপন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উদযাপনে ১৭ এপ্রিল রবিবার সকাল ১০ টায় বর্ণাঢ্য এক র্যালি গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে শুরুর স্থল উপজেলা পরিষদ চত্বরে ফিরে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটির তাৎপর্য বিষয়ক আলোচনা সভা হয়।
মুক্তযিুদ্ধরে কছিুদনিরে মধ্যইে ১৯৭১ সালরে ১০ই এপ্রলি গঠতি হয় বাংলাদশেরে প্রথম প্রবাসী সরকার, যা মুজবিনগর সরকার নামে পরচিতি। ১৭ই এপ্রলি মহেরেপুর জলোর বদ্যৈনাথতলা (র্বতমান উপজলো মুজবিনগর) গ্রামরে আমবাগানে স্বাধীন বাংলাদশেরে প্রথম সরকার শপথ গ্রহণ করছেলিো। শখে মুজবিুর রহমান এই সরকাররে রাষ্ট্রপতি নযিুক্ত হন। কন্তিু তনিি তখন পাকস্তিানে কারাগারে বন্দী। তাঁর অনুপস্থতিতিে উপ-রাষ্ট্রপ্রতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতরি দায়ত্বি পালন করনে। তাজউদ্দীন আহমদ প্রধানমন্ত্রী হসিবেে দায়ত্বি গ্রহণ করনে। মুক্তযিুদ্ধ পরচিালনা এবং দশেে ও বদিশেে এই যুদ্ধরে পক্ষে জনমত গড়ে তোলা ও সর্মথন আদায় করার ক্ষত্রেে এই সরকার গুরুত্বর্পূণ ভূমকিা পালন কর। এই সরকার গঠনরে পর থকেে অগণতি মানুষ দশেকে মুক্ত করার জন্য সশস্ত্র সংগ্রামে ঝাঁপযি়ে পড়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বেগম, সহকারী কমিশনার ভূমি অনিন্দ্য মন্ডল, অধ্যক্ষ এল জাকির হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, প্রাণিসম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম, মিজানুর রহমান, শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, জৈষ্ঠ্য সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, এস,কে হায়দার মামুন, মোঃ মনিরুজ্জামান মিয়া, শেখ রফিকুল ইসলাম, মিজানুর রহমান ও মনোরঞ্জন পাল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক সুধী।