মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কে স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষক সমিতির ফুলেল শুভেচছা


আজ পূর্বাহ্ণে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আনোয়ার এর সভাপতিত্বে একটি প্রতিনিধি দল মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে জনাব মোঃ জাহাঙ্গীর আলম স্যারের শুভ আগমন উপলক্ষে সৌজন্য সাক্ষাৎ করার জন্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যান।
এসময় মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষক সমিতি বাগেরহাট জেলা শাখার সাধারন সম্পাদক শামসুল হক আনছারী। এসময় বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি মোরেলগঞ্জ উপজেলা শাখা নেতৃবৃন্দের পরিচিতি পর্ব ও মোরেলগঞ্জ উপজেলা শিক্ষা কমিটি নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা করা হয়।
প্রতিনিধি দলটি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে বের হয়ে প্রথমে উপজেলা শিক্ষা অফিসারের সহিত এবং পরবর্তীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সহিত সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালীন সময়ে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি মোরেলগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা জনাব মোঃ ইসহাক আলী, সিনিয়র সহ সভাপতি মোঃ খলিলুর রহমান, সহ সভাপতি এস এম তানভীর, সাধারণ সম্পাদক ডাঃ সজীব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ ফিরোজ, মোঃ শহিদুল ইসলাম, রুহুল আমিন, মোসাঃ তাহমিনা প্রমুখ।