প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৫, ৮:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২০, ৯:০৩ অপরাহ্ণ
মোড়েলগঞ্জ উপজেলায় হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ
মহান বিজয় দিবস উপলক্ষে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলায় ৫নং রামচন্দ্রপুর চেয়ারম্যান মোঃ আলিম হাওলাদারের উপস্থিতিতে সরকারী তহবিল থেকে কম্বল বিতরণ করা হয়েছে। এসময় আরো উপস্থিত ছিলেন ৯নং ওয়াডের মেম্বর মোঃ আতোয়াল হোসেন কাঞ্চন, মেম্বর মোঃ মশিউর রহমান, ৮নং ওয়াডের মেম্বর মোঃ বিপলু হাওলাদার, ও অন্যান্য ওয়ার্ড এর মেম্বর গন। তাদের উপস্থিতিতে মোড়েলগঞ্জ উপজেলার হতদরিদ্রের মাঝে সরকারী কম্বল বিতরণ করা হয়। এই কম্বল পেয়ে হতদরিদ্র পরিবারের মানুষের মুখে হাসি ফুটে ওঠে। শীতকালীন সময়ে কম্বল বিতরণ করার এ উদ্যোগে দরিদ্র ও অসহায় পরিবারগুলো উপকৃত হবেন ।এবং শীতে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। সরকারী এ উদ্যোগকে সাধুবাদ জানান সুবিধাভোগী পরিবারগুলো।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত