গোপালগঞ্জের মুকসুদপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোচনা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী এমদাদ হোসেন মোল্লা মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং বৈধ ঘোষণা করেছেন মোচনা ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ রিটার্নিং অফিসার।
মুকসুদপুর উপজেলা সমাজসেবা অফিসার ও মোচনা ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেনের কাছে ফরম জমা দেন মোচনা ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান পদপ্রার্থী এমদাদ হোসেন মোল্লা।
এসময় ইউনিয়নের সমর্থক সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা শেষে এমদাদ হোসেন মোল্লা প্রায় ৫ থেকে ৬ হাজার ভোটার সমর্থক গণ্যমান্য ব্যক্তিবর্গ ইউনিয়নের সকল স্তরের মানুষসহ ইউনিয়নব্যাপী শোডাউন করেন। মুকসুদপুর উপজেলা সমাজসেবা অফিসার ও মোচনা ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন জানান, মোচনা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং ৪নভেম্বর ২০২১,০৬জন চেয়ারম্যান পদপ্রার্থীকে বৈধ বলে ঘোষণা করা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের ১ জন, ইসলামী আন্দোলন ১ জন, স্বতন্ত্র ৪ জন।