গোপালগঞ্জের মুকসুদপুরের মোচনা ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের প্রথম সম্বনয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার মোচনা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে প্রথম সম্বনয় সভা অনুষ্ঠিত হয়।
এসময় নবনির্বাচিত মোচনা ইউপি চেয়ারম্যান এমদাদ হোসেন মোল্লার সভাপতিত্বে ও নজরুল ইসলাম রজোর সঞ্চলনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাবির মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা ভিয়ার উদ্দিন গিয়াস, বিশিষ্ট সমাজসেবক মনিরুজ্জামান মোল্লা, দেলোয়ার হোসেন সেন্টু, ইউপি সদস্য আজাদুর রহমান মাহফুজ, ওসমান খান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, বাকা মোল্লা, হাবিবুর রহমান, হালিম মোল্লা, সোহেল রানাসহ ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্যারা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান এমদাদ হোসেন মোল্লা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার মডেল মোচনা ইউনিয়ন বাস্তবায়ন করব এবং, মাদক, ঘুষ, ও দুর্নীতি,জুয়া মুক্ত একটি ইউনিয়ন গড়ে তুলব ইনশাল্লাহ।