পটুয়াখালীর নিউমার্কেট বাজারে বিক্রির জন্য বিরল প্রজাতির একটি মাছ আনা হয়েছে।


পটুয়াখালীর নিউমার্কেট বাজারে বিক্রির জন্য বিরল প্রজাতির একটি মাছ আনা হয়েছে। প্রায় আড়াই ফুট লম্বা এবং দেড় কেজি ওজনের মাছটির মুখের সামনে কোনো কিছু নিলেই হা করছে।
সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যার পর শহরের নিউমার্কেট বাজারের মাছটি রতন মোল্লা নামে এক দোকানে বিক্রির জন্য রাখা হয়। তবে স্থানীয়রা এটিকে ম্যাদ বাইন(তেলকুমার) বলে থাকলেও , মৎস্য বিভাগ বলছে এটি মূলত ইউরোপীয় বাইন মাছ।
মাছ বিক্রেতা রতন মোল্লা জানান, সোমবার বিকেলে লাউকাঠি নদীতে স্থানীয় এক জেলের বড়শিতে মাছটি ধরা পড়ে। পরে ২০০ টাকা কেজি দরে এটি কিনে রাখেন রতন। এখন আড়াইশ থেকে ৩০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করতে চাচ্ছেন।
বাজারে আসা ক্রেতারা জানান, এর আগে এরকম মাছ কখনো দেখেননি, তাই এটা মাছ নাকি অন্য কিছু তা নিয়ে সন্দেহে আছেন। এ কারণে মাছটির দরদাম করছেন না কেউ। তবে মানুষ ভিড় করছে জীবিত এই মাছটি দেখতে।
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বলেন, এটি ইউরোপীয় ঈল নামে এটি পরিচিত। এটি ঈল প্রজাতির একটি সাপের মত ক্যাটাড্রামাস মাছ, এগুলো সাধারণত ৬০ থেকে ৮০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এবং খুব কমই ১ মিটারের বেশি পৌঁছায়। তবে ব্যতিক্রমী ক্ষেত্রে দেড় মিটার পর্যন্ত দৈর্ঘ্যে পৌঁছাতে পারে।