মোংলায় সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার করার সময় ইউপি সদস্যের ছেলে আটক
মোংলা উপজেলার চিলা ইউনিয়ন এর বৌদ্ধমারী বাজার সংলগ্ন সুন্দরবন এ বিষ দিয়ে মাছ ধরার সময় ইউপি সদস্য সোহরাব শেখের ছেলে ইমরান শেখ আটক। এ সম্পর্কে আসামী ইমরান শেখ বলেন আমি সহ আমরা ছয় জন ১৬ জুলাই সকালে সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরতে যাই। বিকাল বেলা মাছ ধরে ফেরার পথে আমাদের দেখতে পায় ফরেস্টা ক্যাম্পের কর্মীরা, তখন তারা আমাদের ধাওয়া করে আমি ফরেস্টার দের হাতে মাছ সহ ধরা পড়ি । আর আমার সাথে যারা ছিলো তারা সবাই দৌড়ে পালিয়ে যায়।
আমার সাথে যারা ছিলো তারা হলো সোহাগ সরদার পিতাঃ সাইদুল সরদার, সোহরাফ ফকির, পিতাঃ সাঈদ ফকির, হেলাল, পিতাঃ অঘ্বাত, মিজান, পিতাঃ অঘ্বাত, মোঃআক্তার সরদার পিতাঃ আব্বাস সরদার। এ বিষয়ে বৌদ্ধমারী ফরেস্ট ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তানভীর হাওলাদার বলেন গতকাল ১৬ জুলাই আমি আগে থেকেই আমাদের সোর্স এর মাধ্যমে জানতে পারি ৬/৭ জনের একটি গ্রুপ সুন্দরবন এ বিষ দিয়ে মাছ ধরছে।
সে সংবাদের ভিত্তিতেই আমার ফাড়ির ফরেস্টার দের আমি কয়েকটি ভাগে ভাগ করে টহলে পাঠাই।যে যে খাল থেকে বিষ দিয়ে মাছ ধরে বের হয সে সব খালের মুখে চেকপোস্ট বসাই । যাতে কেউ বিষ দিয়ে মাছ ধরে নিয়ে সুন্দরবন থেকে বেড়িয়ে যেতে না পারে।এছাহাক এর খালের ভিতর টহল দেওয়ার সময়। হঠাৎ আমার টহল টীমের সামনে পড়ে বিষ দিয়ে মাছ ধরা গ্রুপটি। তাদের দেখা মাত্রই ফরেস্ট টীমের সদস্যরা তাদের দাড়াতে বলে। তারা আমাদের কথা না শুনে দৌড়ে পালিয়ে যাওয়ার চেস্টা করে।তখন আমার ফরেস্ট টীমের সদস্যরা তাদের ধাওয়া করে এবং মাছ সহ একজনকে ধরে ফেলে। আর বাকিরা সবাই দৌড়ে পালিয়ে যায়