মোংলায় বাড়ির সিমানা নির্ধারন নিয়ে দুই পরিবারের মাঝে বিরোধ। উভয়ের পাল্টাপাল্টি অভিযোগ

 বাগেরহাট প্রতিনিধিঃ হাফিজুর হাওলাদার

মোংলার ভ্যানচালক পরিবারকে বসত ভিটা থেকে উচ্ছেদ করতে মরিয়া হয়ে উঠেছে তার প্রতিবেশী একটি পরিবার, এমন অভিযোগ করেছেন ভূক্ত ভুগী ভ্যান চালক হোসেন গাজি। সীমানা প্রাচীর নির্ধারনের অজুহাতে আমার বসত ভিটা দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে আমার প্রতিবেশি পরিবার টি।

তাদের দখল প্রচেষ্টায় বাধা দেয়ায় মিথ্যা মামলার শিকার হয়েছি আমি সহ আমার পরিবারের সদস্যবৃন্দ। এমন অভিযোগ করেন ভ্যান চালক হোসেন গাজী। এ বিষয় হোসেন গাজি আরো জানান,আমি মোংলার ০১ নং চাঁদপাই ইউনিয়নের উত্তর কাইনমারী গ্রামের ছোট ব্রীজ সংলগ্ন এলাকায় প্রায় ২৫ বছর ধরে ৫ কাঠা জমিতে বসবাস করতেছি। সম্প্রতি আমার প্রতিবেশী মোঃ আক্তার, মোঃ মোক্তার, মোঃ ছত্তার এর নজর পরে আমার এই বসত ভিটার উপর। শুরু হয় আমার পরিবারকে উচ্ছেদের নানা চক্রান্ত। সীমানা নির্ধারন সহ নানা অজুহাতে হয়রানী করে আসছিল এ পরিবারটি।

ভ্যান চালক মোঃ হোসেন গাজী ও তার স্ত্রী ফিরোজা বেগম জানান. সর্বশেষ গত ১৪ মে সন্ধ্যায় হঠাৎ করে প্রতিবেশী মোঃ আক্তার, মোঃ মোক্তার, মোঃ ছত্তার ও তার লোকজন নিয়ে আকস্মিক ভ্যানচালককে বসতভিটা থেকে উচ্ছেদ করতে হামলা সহ বেদড়ক মারধর শুরু করে। এ হামলায় আমি সহ আমার পরিবারের সদস্যরা রক্তাক্ত জখম হয়।

প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় আমাদের উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে অভিযুক্ত পরিবারের সদস্য মোঃ মোক্তার হোসেন বলেন আমাদের বিরুদ্ধে প্রতিবেশী হোসেন গাজি ও তার স্ত্রী ফিরোজা বেগমের আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ভিত্তি হীন।মূলত তারাই লোকজন নিয়ে আমি সহ আমার পরিবারের উপর হামলা করে।আমি সহ আমার পরিবারকে বেধড়ক মারধর করে।আহত অবস্হায় প্রতিবেশীরা আমাদের কে উদ্ধার করে মোংলা উপজেলা সাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন।

মোক্তার হোসেন আরো বলেন এ বিষয় মোংলা থানায় গত ১৬.০৫.২০ তারিখ এ আমার মা মোসাঃসালেহা বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার নম্বর ৫। এ বিষয়ে মোংলা থানার এস আই মিজান বলেন,আসামিদের গ্রেফতারের জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।যত দ্রুুত সম্ভব আসামিদের কে আইনের আওতায় আনা হবে



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *