প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ১:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২২, ১২:১৭ পূর্বাহ্ণ
মোল্লাহাটে কে,এন আড়ুয়াডিহি মোহাম্মাদপুর কবরস্থান রাস্তাটি সংস্কারের অভাবে বেহাল অবস্থায়
বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলা কোদালিয়া ইউনিয়নের কচুড়িয়া , নালুয়া , আড়ুয়াডিহি মোহাম্মাদপুর কবরস্থান রাস্তাটির সৃষ্টি লগ্ন থেকে কাঁচা এখনও বেহাল অবস্থায় আছে । কে, এন আড়ুয়াডিহি মোহাম্মাদপুর কবরস্থানটি ১৯৭৮ খ্রিঃ স্থাপিত হয় । প্রায় এক একর জায়গা নিয়ে কবরস্থানটি । এ কবরস্থানে উল্লেখ্য তিন গ্রাম ছাড়াও আসপাশের এলাকা থেকে লাশ দাফন করা ছাড়াও কবর জিয়ারত করতে আসে স্বজন হাড়ানো মানুষেরা । এখানে কোন নিষেধ নেই বলে জানান কবরস্থান কমিটির সভাপতি । এই কবরস্থানের প্রবেশের মেইন রস্তাটি কাঁচা থাকার কারণে গোরস্থানগামী সহ আসপাসের সমস্ত মানুষের চলাচলের জন্য চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে । মোল্লাহাট ও চিতলমারী মেইন সড়ক (মবিন মাহাজন এর ব্রীজ )- হতে কবরস্থানের দুরত্ব প্রায় ৪০০ মিটার । কাঁচা অবস্থায় রাস্তাটি মিশেছে আড়ুয়াডিহি নতুন বাজারে । আর এটাই কবরস্থানের মেইন রাস্তা । বর্তমান বৃষ্টির সিজনে সকল সাইড থেকে আসা সমস্ত মানুষকে কাঁদা মাটি পারিদিয়ে প্রবেশ করতে হচ্ছে কবরস্থানে । বৃষ্টিস্নাতে কাঁদামাটির রাস্তাটিতে সাধারণ মানুষের চলাচলের জন্য কষ্ট দায়ক হয়ে পরেছে।
অনেক সময় কাদাঁতে পা পিচলে লাশখাটিয়া সহ পড়ে যাওয়ার উপক্রম হয় রাস্তা এবং পাশে বয়ে যাওয়া খালের মধ্যে । অসুস্থ রোগীকে সঠিক সময়ে সাস্থ কেন্দ্রে নিতে পারেনা সেখানকার বসবাসরত জনগণ । এছাড়াও স্কুল ,কলেজ , মাদ্রাসা , ছাত্র/ছত্রীদের স্কুল কলেজে যেতে দুর্ভেোগ পোহাতে হচ্ছে পানি মেখে যেতে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে।
কবরস্থান কমিটির সভাপতি আব্দুস সালাম শেখ , নালুয়ার শেখ এরশাদুজ্জামান , আড়ুয়াডিহির মোঃ তফসির মল্লিক , মোঃ গোলাম মাওলা , কচুড়িয়া বীর মুক্তিযোদ্ধা আঃ ছত্তার খা , সেলিম রেজা ভোলা , সিরাজুল হক শরীফ , মেম্বার কেরামত আলী শরীফ এবং কবর স্থানের খাদেম টুলু শেখ সহ আরো অনেকে রাস্তাটির উপরুক্ত সমস্যা এবং রাস্তাটির প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন । রাস্তাটির ব্যপারে ইউনিয়ন চেয়ারম্যান শেখ রফিকুল ইসলামকে বল্লে তিনি বলেন , উপজেলা চেয়ারম্যানকে জানাতে । আরো বলেন , এ সব দিকে আমার খেয়াল থাকে তবে বরাদ্দ নাই । এসকল মানুষের দুঃখ , কষ্ট ও দুর্ভোগ লাঘবের কথা বিবেচনা করে রাস্তাটি যাতে চলাচলের উপযোগী হয় সে জন্য উপর মহলের সু দৃষ্টি কামনা করছে এলাকার জনগন।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত