ফকিরহাট উপজেলার খানজাহানপুর মোহাম্মাদীয়া সিনিয়র (আলিম) মাদ্রাসার গভর্নিং বডি গঠনে বিধি বহির্ভূত প্রকৃয়া গ্রহণের অভিযোগ পাওয়া গেছে। অভিভাবকদের পক্ষে শেখ মোহাম্মদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি অভিযোগ পত্র ফকিরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবরে জমা হয়েছে। প্রিজাইডিং অফিসার ও ফকিরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিযোগ পত্র প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ সুত্রে প্রকাশ, খানজাহানপুর মোহাম্মাদীয়া সিনিয়র আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠন-২০২২ উপলক্ষে ১৭ জানুয়ারি যে তফসিল ঘোষণা করা হয়েছে তাতে যথাযথ বিধি অনুসরণ করা হয়নি।খসড়া ও চুড়ান্ত ভোটার তালিকা শ্রেনীকক্ষে ও নোটিশ বোর্ডে প্রদর্শন না করেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ১৭ জানুয়ারি তফসিল ঘোষণা করা হলেও মনোনয়ন পত্র জমা ও গ্রহণের তারিখ দেখানো হয়েছে ১৬,১৭ ও ১৮ জানুয়ারি। ১৭ জানুয়ারি নোটিশ ঘোষণার দিনে মাদ্রাসার শিক্ষার্থীরা কোভিড টীকা গ্রহণের জন্য ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ায় তাদের মাধ্যমে অভিভাবকরা নির্বাচনী তফসিল ঘোষণার বিষয়টি জানতে পারেনি। জীবিতকে বাদ রেখে মৃত এক অভিভাবককে ভোটার তালিকায় স্থান দেওয়ার বিষয়টিও অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ পত্রে উল্লেখিত বিষয়াবলী নিয়ে মাদ্রাসার অধ্যক্ষ শেখ আবু বকর সিদ্দিকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, মৃত অভিভাবক ভোটার তালিকায় জীবিত থাকার বিষয়টি ভুলবশত হয়েছে। ১৭ তারিখের তফসিলে ১৬ তারিখ কিভাবে মনোনয়ন পত্র জমা সম্ভব প্রশ্নে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।
মাদ্রাসাটির ম্যানেজিং কমিটি গঠন-২০২২ উপলক্ষ্যে ওই এলাকায় অভিভাবকমহল সহ সাধারনের মাঝে এখন ক্ষোভ ও অসন্তোষ দানা বাঁধছে।
কেউ কেউ নাম প্রকাশ না করার স্বার্থে একথা বলছেন যে, “পছন্দের কমিটি দাড় করানোর জন্য ম্যনেজিং কমিটি গঠন যেখানে স্বতঃস্ফূর্ত হওয়ার কথা সেখানে চুপচাপ সেরে নেয়া হচ্ছে। কারন,১৭ তারিখের ঘোষণা জানতে জানতে ১৮ তারিখ যেখানে পার সেখানে নির্বাচনে অংশ গ্রহণের সুযোগটা মানুষ পাবে কোথায়”!