“মুজির বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার” বাক্যটির জীবন্ত উদাহরণ অফিসার ইনচার্জ টুঙ্গিপাড়া।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি টুংগিপাড়া থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে ডিআইজি ঢাকা রেঞ্জ জনাব হাবিবুর রহমান (বিপিএম, বার পিপিএম, বার) মহোদয়ের দিক নির্দেশনা এবং মাননীয় পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা (পিপিএম-সেবা) মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার গোপালগঞ্জ সদর সার্কেল মোঃখায়রুল আলমের সহযোগিতায় টুঙ্গিপাড়া থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মুজির বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার” বাক্যকে ধারণ করে দীর্ঘদিন নিজ দায়িত্বের পাশাপাশি সমাজের অবহেলিত মানুষের জন্য কাজ করে মানবতার সেবক হিসেবে নিজেকে তৈরি করেছেন টুঙ্গিপাড়া থানা অফিসার ইনচার্জ এএফএম নাসিম ‌। এরই ধারাবাহিকতায় টুঙ্গিপাড়া থানা পুলিশ থানায় রজুকৃত সকল মামলাসমূহ জুন/২০২১ মাসে নিষ্পত্তি করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

অপরাধ দমনে টুঙ্গিপাড়া থানা পুলিশ অগ্রণী ভূমিকা পালন করছে। কোথাও কোন প্রকার বড় ধরনের দাঙ্গা-হাঙ্গামা বা বড় ধরনের মারামারির ঘটনার সংবাদ নাই। কোথাও কোন ধরনের গোলযোগের সংবাদ পাওয়া মাত্রই সুযোগ্য পুলিশ সুপার গোপালগঞ্জের সরাসরি তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ জনাব এএফএম নাসিম চৌকস পুলিশ সদস্যদের নিয়ে ঝাঁপিয়ে পড়েন। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় সেই গোলযোগ আর বড় আকার ধারণ না করে, স্তিমিত হয়ে যায়।

এতে করে থানায় মামলা মোকদ্দমাও করতে হয়না কোনো পক্ষকেই। তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর এলাকায় থানায় মামলা করতে কোন প্রকার টাকা পয়সা খরচ করতে হয় না মর্মে প্রতিটি এলাকায়, মসজিদ, হাট বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টুংগীপাড়া থানার অফিসার ইনচার্জ ঘোষণা দিয়ে যাচ্ছেন। আর সেইসাথে দৌরাত্ত্ব বন্ধ হয়ে গেছে তথাকথিত টাউট ও দালালদের। থানা এলাকায় কোন চুরি-ডাকাতির সংবাদ নাই বললেই চলে। স্থানীয় বাসিন্দারা এদিক থেকে শান্তিতেই আছেন বলে জনৈক এলাকাবাসী মন্তব্য করেন।

এলাকায় করোনা মহামারীর প্রকোপ চলাকালে জুয়া খেলার প্রবণতা থাকলেও লাগাতার পুলিশি অভিযানে তা লন্ডভন্ড হয়ে যায় প্রায়শঃই। মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীরা পূর্ব থেকেই যেইরূপ চাপের মুখে আছে, এখনও তারা এলাকা থেকে বিতাড়িত।।

তাছাড়া থানায় দীর্ঘদিনের পুরাতন মুলতবি গ্রেফতারী পরোয়ানার সংখ্যাও দিন দিন হ্রাস পেয়ে অনেকাংশে কমে গেছে।। সর্বোপরি টুংগিপাড়া থানর বর্তমান অফিসার ইনচার্জ এ এফ এম নাসিম থানায় যোগদানের পর থেকে দীর্ঘ দিনের মুলতবি মামলাসহ রুজুকৃত সকল মামলা নিষ্পত্তি শেষে এখন টুংগিপাড়া থানার মামলার সংখ্যা শূন্যের কোঠায়।

এপ্রসঙ্গে অফিসার ইনচার্জ এ এফ এম নাসিম বলেন, টুংগিপাড়া থানার সকল অফিসার ফোর্স নিয়ে এ ধারা অব্যাহত রাখতে সচেষ্ট আছেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *