মুজিব শতবর্ষ উপলক্ষে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতা বাবুল শেখের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস পরীক্ষা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল শেখের ব্যক্তিগত উদ্যোগে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস রোগীদেরকে জরুরী পরীক্ষা—নিরীক্ষা শেষে ঔষধ ও চশমা বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় উপজেলার পাটগাতি নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন বাবুল সুপার মার্কেটের সামনে শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে এ ক্যাম্প পরিচালনায় করা হয়েছে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ সাইফুদ্দিন আহমেদের নেতৃত্বে অত্র প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ ডাঃ তাওহীদ, সিনিয়র স্টাফ নার্স ঝুমুর মণ্ডল, উৎপলা বাড়ৈ, মৌটুসী ইসলাম, তিথী মণ্ডল, অরুনা মিস্ত্রি, কো—অর্ডিনেটর (স্টোর অফিসার) দীপক সরকার, ড্রাইভার অছিক ও রিপন দিনব্যাপী এ ক্যাম্প পরিচালনায় অংশ নেন। টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মোট ৪৮০ জন চক্ষু ও ডায়াবেটিসজনিত রোগী সম্পূর্ণ বিনামূল্যে জরুরী পরীক্ষা—নিরীক্ষা শেষে বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ঔষধ ও চশমা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য, করোনার প্রাদুর্ভাব প্রতিরোধে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ আগত সকল রোগীকে বিনামূল্যে মাস্ক বিতরণ করে শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করেন।