মুজিব বর্ষ ও গোপালগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে বিতরণের জন্য ফুল গেঞ্জি উপহার পাঠালেন ডিআইজি হাবিবুর রহমান

 “মুজিব বর্ষ-২০২০” ও “৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস” উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে বিতরণের জন্য একহাজার পিস ফুল স্লীভ পলো শার্ট উপহার পাঠালেন বাংলাদেশ পুলিশের আইকন, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।

ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে প্রেরিত ১০০০ (এক হাজার) পিস ফুল স্লীভ পলো শার্ট উপহার সামগ্রী সোমবার (৩০ নভেম্বর) বিকালে নিজ কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম (বার) আগামী ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবসকে সামনে রেখে জেলার সম্মানিত মুক্তিযোদ্ধাদের নিকট পৌঁছে দেওয়ার লক্ষ্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড, গোপালগঞ্জ জেলা ইউনিটের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মোঃ বদরুদ্দোজা বদর এর নিকট হস্তান্তর করেন। উল্লেখ্য, ১৯৭১ সালের ৭ ডিসেম্বর গোপালগঞ্জ শহর পাক হানাদার মুক্ত হওয়ায় প্রতিবছর ৭ ডিসেম্বরকে “গোপালগঞ্জ মুক্ত দিবস” হিসেবে পালন করা হয়।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *