মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে গৃহ হস্তান্তর কার্যক্রম নিয়ে সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনের জন্য মুজিববর্ষ ঘোষণা করা হয়েছে। এ বর্ষে ক্ষুধামুক্ত-দারিদ্র্যমুক্ত সোনার বাংলা বিনির্মাণে ‘‘বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবেনা’’-মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনার প্রেক্ষিতে ভূমিহীন-গৃহহীন পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে।

উক্ত নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল জেলায় ৫৯৩৫টি ভূমিহীন-গৃহহীন পরিবার তালিকাভূক্ত করা হয়েছে। ৫৯৩৫টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মধ্যে বিভিন্ন পর্যায়ে ৪৭৪১ টি গৃহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্ভোধন করে উপকারভোগী পরিবারের নিকট হস্তান্তর করেন। আজ (৭ আগস্ট) রোজ সোমবার সকাল সাড়ে এগারোটায় জেলা প্রশাসন,বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন সভা কক্ষে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় আগামী (৯ আগস্ট ২০২৩) তারিখ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে বরিশাল জেলা প্রশাসনের কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শাহ মোঃ রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপপরিচালক, স্থানীয় সরকার বরিশাল গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মোঃ সোহেল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল মনদীপ ঘরাই, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মনিরুজ্জামান, সহকারী কমিশনার ও আরডিসি বরিশাল মোঃ মহিন উদ্দিন, সভাপতি বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব কাজী আবুল কালাম আজাদসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, সুধী জন, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উ‌দ্বোধন উপ‌ল‌ক্ষে ব‌রিশা‌লের তথ‌্য অব‌হিত কর‌ণের নি‌মি‌ত্ত এই প্রেস ব্রিফিং আয়োজন করা হয়েছে মর্মে ব‌রিশালের জেলা প্রশাসক জানান।

(৯ আগস্ট) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ৪র্থ পর্যা‌য়ে ভূ‌মিহীণ ও গৃহহীণ প‌রিবার‌কে জ‌মি ও গৃহপ্রদান কার্যক্রম ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উ‌দ্বোধন করবেন। ৪র্থ পর্যা‌য়ে ব‌রিশাল জেলার ১০ টি উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ৮৭৪টি পরিবারের জন্য নির্মিতব্য গৃহ হতে কবুলিয়তসহ গৃহ উপকারভোগী পরিবারের নিকট হস্তান্তর করা হবে। বরিশাল জেলার উপজেলা সমূহের গৃহ হচ্ছে বরিশাল সদর ২৫৬ টি, মেহেন্দিগঞ্জ ১৫০ টি, উজিরপুর ২০ টি, বানারীপাড়া ১৬৩ টি, মুলাদী ২০ টি, বাবুগঞ্জ ৬২ টি, হিজলা ১৬৮ টি, আগৈলঝাড়া ৩৫ টি মোট ৮৭৪ টি গৃহ। অসমাপ্ত বাকি গৃহ ও কবুলিয়ত সম্পাদনের কাজ দ্রুত সমাপ্ত করা হবে। এক সাগর রক্তের বিনিময়ে বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করেছে।

স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটি এক অনন্য মানবিক উদ্যোগ, এর মাধ্যমে ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল, অসহায়, জনগোষ্ঠির পুনর্বাসন হবে ও আয়বর্ধক কর্মকান্ড সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য দূর হবে। এ প্রকল্পের আওতায় জেলার উপকারভোগী পরিবারের সদস্যদের প্রয়োজনীয় আয়বর্ধক বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে, যাতে তারা সমাজের মূল ধারায় সম্পৃক্ত হয়ে নিজেদের জীবনমান উন্নয়নে সক্ষম হয়। এ প্রক্রিয়ায় দেশে দারিদ্র্য দূরীকরণের পাশাপাশি বিনির্মিত হবে সুখী সমৃদ্ধ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *