জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে আজ ২২ জুলাই সকাল ১১ টায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাঙামাটি পার্বত্য জেলার রংগদু উপজেলা শাখার সৌজন্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে । এসময় নানা প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষসহ সৌন্দর্যবর্ধক বিভিন্ন প্রকার গাছের চারা রোপণ করা হয়। বুধবার (২২ জুলাই) এই বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লংগদু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সভাপতি মীর জিয়াউল চৌধুরী, সহ সভাপতি স্মৃতি বিকাশ চাকমা,সহ সভাপতি মোঃ ইব্রাহিম,যুগ্ম সাধারণ সম্পাদক রাজু দে,সাংগঠনিক সম্পাদক মোঃআনোয়ার হোসোন, অর্থ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক নির্মল দাশ।
আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সারা দেশে এক কোটি বৃক্ষের চারা রোপণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনা। সেই ঘোষণা অনুসারে এ কর্মসূচি পালন করা হয়। মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সদস্য কমিটির নেতা কর্মী এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ বছর বৃক্ষরোপণ অভিযানের প্রতিপাদ্য হলো ‘সবুজ বৃক্ষ-নির্মল পরিবেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’।