মুজিববর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান” এ প্রতিপাদ্যের আলোকে মোল্লাহাটে ১নভেম্বর রোজ রবিবার বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীন’র সভাপতিত্বে ও উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা এস,এম, মিজানুর রহমান’র সঞ্চালনায় উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস।
এছাড়া উপস্থিত ছিলেন-কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরত জাহান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান সিকদার উজির আলী, মুন্সি তানজিল হোসেন ও শেখ রফিকুল ইসলাম, আটজুড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল বাশার মোল্লা, প্রেসক্লাব মোল্লাহাটের সিনিয়র সহ-সভাপতি মোঃ আমির আলী, সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জেহাদ সিকদার, যুবউন্নয়ন অফিসের এ,কে,এম, ইকতিয়ার উদ্দিন. মনিরুজ্জামান শেখ, রবিউল আলম তুহিন, সাংবাদিক এস,এম, মিজানুর রহমান সাংবাদিক আরিফুল ইসলাম,সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।