গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলাধীন বাঁশবাড়িয়া ও গোহালা ইউনিয়নের ২ অসহায় নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে অরাজনৈতিক মানবিক ও সামাজিক উন্নয়ন সংগঠন স্বপ্ন ফেরিওয়ালার উদ্যোগে ১টি করে সেলাই মেশিন প্রদান করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জোবায়ের রহমান রাশেদ।
শনিবারে বিকেলে মুকসুদপুর উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে স্বপ্ন ফেরিওয়ালা সুপ্রতিবেশি কর্মসূচীর আওতায় উপজেলার গোহালা ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের স্বামী পরিত্যক্তা, ২ বছর বয়সী প্রতিবন্ধী সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করা রোজিনা এবং বাঁশবাড়িয়া ইউনিয়নের পারইহাটি গ্রামের সদ্য বিধবা, ২জন স্কুল পড়ুয়া সন্তান নিয়ে খুব কষ্টে জীবন অতিবাহিত করা, রোজগারবিহীন রেখা বেগমকে স্বাবলম্বী করার লক্ষ্যে ১টি করে সেলাই মেশিন প্রদান করা হয়।
এসময় স্বপ্ন ফেরিওয়ালার মুখ্য সংগঠক মিজানুর রহমান মানিক, নির্ঝর চক্রবর্তী, সাজেদুল ইসলাম, রামিম, আশিক, জয়, সজল, রাকিব, পারভেজ, তরিকুল অন্যান্য সংগঠকরা উপস্থিত ছিলেন।
স্বপ্ন ফেরিওয়ালার মুখ্য সংগঠক মিজানুর রহমান মানিক জানান, স্বপ্ন ফেরিওয়ালা একটা অরাজনৈতিক মানবিক ও সামাজিক উন্নয়ন স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠন "স্বপ্ন ফেরিওয়ালা অনলাইন ব্লাড ব্যাংক" "স্বপ্ন ফেরিওয়ালা সুপ্রতিবেশি কর্মসূচী", "স্বপ্ন ফেরিওয়ালা সামাজিক উন্নয়ন কর্মসূচী", স্বপ্ন ফেরিওয়ালা শিক্ষা ও সংস্কৃতি কর্মসূচী প্রভৃতি কর্মসূচীগুলো স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাস্তবায়ন করে যাচ্ছে। স্বপ্ন ফেরিওয়ালার সকল স্বেচ্ছাসেবক সামাজিক ও মানবিক উন্নয়নে কাজ করে যাচ্ছে, যেসকল সুপ্রতিবেশী এরকম দুঃস্থ মানুষের পাশে দাড়িয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জোবায়ের রহমান রাশেদ বলেন, প্রতিটি ভালো কাজের সাথে থাকতে চাই। মুকসুদপুর উপজেলার ২ ইউনিয়নের ২ জন দুস্থ নারীকে ভালোভাবে বাঁচতে সেলাই মেশিন দেয়ার উদ্যোগকে স্বাগত জানাই। আমি স্বপ্ন ফেরিওয়ালার সকল স্বেচ্ছাসেবক তথা সকল সুপ্রতিবেশির প্রতি ভালোবাসা ও ধন্যবাদ প্রকাশ করছি।