প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৫, ১০:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩, ২০২২, ৩:৩০ অপরাহ্ণ
মুকসুদপুরে ১৭নং জলিরপাড় ইউপি নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সম্বনয় সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ১৭নং জলিরপাড় ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের প্রথম সম্বনয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার জলিরপাড় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রথম সম্বনয় সভা অনুষ্ঠিত হয়। এসময় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের পরিচিতি সভায় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মিহির কান্তি রায়, ভূমি দাতা তুষ্টু দাস,বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষা অনুরাগী ডাক্তার নিধান মন্ডল, রনো মল্লিকসহ ইউপি সদস্যরা বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন সচীব কানু বালা কনোজ, সহকারী সচীব মুশফিকুর রহিম শেখ, ইউপি সদস্য অখিল তালুকদার, হেনা রানী বালা, কুদ্দুস শেখসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান মিহির কান্তি রায় বলেন, জলিরপাড় ইউনিয়ন হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার মডেল ইউনিয়ন ও, মাদক, ঘুষ, ও দুর্নীতি মুক্ত একটি ইউনিয়ন।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত