মুকসুদপু‌রের মোচনায় বীর মু‌ক্তি‌যোদ্ধা‌দের সংবর্ধনা প্রদান

 গোপালগ‌ঞ্জের মুকসুদপু‌রে বীর মু‌ক্তি‌যোদ্ধা‌দের সংবর্ধনা প্রদান ক‌রে‌ছেন ১৩নং মোচনা ইউ‌নিয়‌নের নব‌নির্বা‌চিত চেয়ারম‌্যান এমদাদ হো‌সেন মোল্লা।
বৃহস্প‌তিবার বিকা‌লে মুকসুদপুর উপ‌জেলার মোচনা ইউ‌নিয়‌নের ডুমুরিয়া নিজ গ্রামে মাদ্রাসা মা‌ঠে প্রতি বছ‌রের ন‌্যায় এবছরও ৫০ জন বীর মু‌ক্তি‌যোদ্ধা‌দের সংর্বধনার আ‌য়োজন ক‌রেন মোচনা ইউ‌নিয়‌নের নব‌নির্বা‌চিত চেয়ারম‌্যান মো: এমদাদ হো‌সেন মোল্লা।
এসময় সাইফুল ইসলাম খোশবুর সঞ্চলনায় ও বীর মু‌ক্তি‌যোদ্ধা মা‌লেক শে‌খের সভাপ‌তি‌ত্বে বক্তব‌্য রা‌খেন, আয়োজক ও প্রধান অতিথি মোচনা ইউ‌নিয়‌নের নবনির্বাচিত চেয়ারম্যান মো: এমদাদ হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন মোল্লা, সাবেক সেনা কর্মকর্তা মিরাজ ফকির, দেলোয়ার হোসেন সেন্টু, বিশিষ্ট সমাজসেবক মনিরুজ্জামান মোল্লা, হায়দার হোসেন মোল্লা, আলমগীর মোল্লা, নব নির্বাচিত মেম্বার মাহাফুজুর রহমান, ওসমান খান,বাবুল শেখ, নজরুল ইসলাম রজো, শহীদ মোল্লা, সুবহান শেখ, মিজানুর রহমান শেখ, রানা ফকির, শাহ আলম মুন্সি, দুলাল হালদার,শংকর মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা বিয়ার উদ্দিন গিয়াস, সত্য রঞ্জন বিশ্বাস, হিরু মিয়া, ইউনুস শেখ,হাফেজ শেখ,নারায়ণচন্দ্র বালা, গৌরাঙ্গ দাস, নাজির মোল্লা, নূর মোহাম্মদ নুরা শেখ,আব্দুল আওয়াল, পবিত্র কুমার শীল, সিদ্দিকী মুন্সি,সিরাজুল ইসলাম, এসরাফিল শেখ,আসমত মোল্লা, আলী মিয়া শেখ,জাকির মোল্লা,নুর আলম মুন্সি,ইব্রাহিম শেখ,সৈয়দ আলী শেখ,মজিবুর রহমান শেখ, আবুল কালাম শেখ,হাজী শামসুল হক শেখ, ফিরোজ ফকির, শাহজাহান শেখ,লিয়াকত ফকির, জুরান মন্ডল,নাজির হোসেন মোল্লা, মেগা নাথ বিশ্বাস, সংবাদকর্মী ও বিশিষ্ট সমাজসেবক ফকির মিরাজ আলী শেখ প্রমুখ।
এ সময় প্রধান অতিথি নবনির্বাচিত চেয়ারম্যান এমদাদ হোসেন মোল্লা তার বক্তৃতায় বলেন যতদিন বেঁচে থাকি মুক্তিযুদ্ধের চেতনায় এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে আরও বেগবান করতে সকলে মিলে হাতে হাত রেখে সরকারকে সহযোগিতা করি এবং মাদককে না বলি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *