প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ৯:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২১, ৯:১৬ অপরাহ্ণ
মুকসুদপুরের মোচনায় নবনির্বাচিত চেয়ারম্যান কে সংবর্ধনা
গোপালগঞ্জের মুকসুদপুরে স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ও ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও ১৩নং মোচনা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ এমদাদ হোসেন মোল্লার সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার মোচনা ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামের সকল স্তরের মানুষ এ আয়োজন করেন ওই গ্রামবাসী, এসময় দেলোয়ার হোসেন সেন্টু মোল্লার সঞ্চলনায় ও মতিউর রহমান শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাবির মিয়া,মোচনা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক মোঃ এমদাদ হোসেন মোল্লা, মনিরুজ্জামান মনির, আলী মিয়া, হানিফ শেখ, রফিক চৌধরী, ওসমান খান, আবু হানিফ শেখ, শিক্ষক আজিজুর রহমান, নজরুল ইসলাম রজো, জাকারিয়া মজুমদার, সাবেক প্রধান শিক্ষক বাদল চন্দ্র দাস প্রমুখ।
বক্তারা মহান বিজয়ের মাস উপলক্ষে ১৯৭১ সালের সকল শহীদের আত্মার মাগফিরত কমনা করেন ও মননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গোপালগঞ্জ ১ আসনের এমপি মুহাম্মদ ফারুক খানের দীর্ঘায়ু কমনা করেন। এসময় গ্রামবাসী প্রধান অতিথি ও নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান ও নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ এমদাদ হোসেন মোল্লাকে স্বর্ণের তৈরি আনারস প্রতীক উপহার দেন।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত