বাংলাদেশ নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা অনুযায়ী মুকসুদপুর পৌরসভার আগামী ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৭ মে ছিল মুকসুদপুর পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দী প্রার্থীদের মনোনয়ন জমা দানের শেষ দিন। মেয়র পদে মোট ৬জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতিকের মনোনিত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি,সাবেক মেয়র,বীর মুক্তিযোদ্ধা এ্যাড: আতিকুর রহমান মিয়া,গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ মাহাবুব আলী খন সহ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে,মাদারীপুর জেলা নির্বাচন অফিসার ও মুকসুদপুর পৌরসভা নির্বাচনী রিটার্নিং অফিসার মোঃ আলা উদ্দীন আল মামুন ও মুকসুদপুর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং অফিসার মোঃ হাসান উদ্দীনের নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মেয়র পদে অন্য প্রার্থীরা হলেন মুকসুদপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম শিমুল, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র মোঃ সাজ্জাদ করিম মন্টু, মুকসুদপুর কাশিয়ানী বাস মালিক সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আহাজ্জাদ মহাসিন খিপু, মুকসুদপুর মনোয়ারা কমপ্লেক্স সুপার মার্কেটের স্বত্বাধিকারী সাইফুল উদ্দীন আহম্মেদ বিদ্যুৎ, ও আহাদুল ইসলাম আহাদ মিয়া। পৌরসভার সংরক্ষিত ৩টি কাউন্সিলার মহিলা আসনে ১০জন এবং ৯টি সাধারন ওয়ার্ডে ৩৪ জন কাউন্সিলার পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই প্রথম বারের মত মুকসুদপুর পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) পদ্ধতিতে ৯টি ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠি হবে।