মুকসুদপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ছাত্র-ছাত্রীদের সচেতনামূলক সভায় গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা (বিপিএম,পিপিএম বার)

অচিরেই দেশ থেকে মাদক, বাল্য বিবাহ, নারী নির্যাতন সম্পূর্ণভাবে নির্মূল হবে। ২০৪১ সালের মধ্যে দেশের সকল কর্মকেক্ষেত্রে নারী পুরুষের অংশগ্রহণ হবে সমানে সমান। দেশ থেকে মাদক নির্মূলে এবং নারীদের নির্যাতন বন্ধে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আশা করি উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আইনশৃংখলা রক্ষায় বাংলাদেশ পুলিশের ভুমিকা বিশ্বের বুকে রোল মডেল হবে। সমাজ থেকে সকল অপৃতকর ঘটনা এড়াতে পুলিশ সবসময় কাজ করে যাচ্ছে। এছাড়াও নিরাপদ ইন্টারনেট প্রযুক্তির সঠিক ব্যবহারেও পুলিশ কাজ করে যাচ্ছে। মঙ্গলবার ( ১২ এপ্রিল ) গোপালগঞ্জের মুকসুদপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের আয়োজনে সচেতনতা মূলক সভায় গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা (বিপিএম, পিপিএম) প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, আজকের সচেতনতা মূলক সভা হচ্ছে কমল শিক্ষার্থীদের জন্য। তোমাদের জানতে হবে নিরাপদ ইন্টারনেট ব্যবহার, বাল্য বিবাহ বন্ধে তোমরাই পারো গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে। নির্যাতনের শিকার হলেই পুলিশকে ফোন করে সহযোগিতা নিতে হবে। তোমাদের সেবায় পুলিশ সর্বদা নিয়োজিত। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জের অতিরিক্তি পুলিশ সুপার (প্রশাসন) আবদুর রহমান, গোপালগঞ্জের অতিরিক্তি পুলিশ সুপার ( অপরাধ) নিহাদ আদনান তাইয়ান, পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বরকত খান, টেংরাখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওহিদুল ইসলাম, সাংবাদিক ছিরু মিয়া, সরদার মজিবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদুর রহমান। অনুষ্ঠান সঞ্চলনা করেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. আবু বকর মিয়া। এসময় পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নাফিজ ইসলাম মুন, এমএ আব্দুল্লাহ সিয়াম, ফারহানা ফরহাদ, আরিশা রহমান প্রমুখ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *