মুকসুদপুর উপজেলার নতুন ইউএনও’র যোগদান

 গোপালগঞ্জের মুকসুদপুরে নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করলেন এস এম ইমাম রাজী টুলু। তিনি ৬ ডিসেম্বর মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এস এম ইমাম রাজী টুলু ৩৪তম বিসিএস (প্রশাসন)-এর একজন কর্মকর্তা। মুকসুদপুরে যোগদানের আগে তিনি মুন্সিগঞ্জের এসিল্যান্ড হিসেবে পরবর্তীতে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি অধিগ্রহন কর্মকর্তা হিসেবে সফল ভাবে চাকরী করছেন। সর্বশেষ ফরিদপুর জেলার নগরকান্দায় উপজেলা নির্বাহী অফিসার হিসাবে কর্মরত ছিলেন। নবাগত উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু বলেন, সকলের সহযোগিতায় এ উপজেলাকে আরো সমৃদ্ধ করতে আমি বদ্ধ পরিকর। উপজেলা প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তুলবো। সরকারি সকল কাজে সাধারণ মানুষকে সহযোগিতা করতে উপজেলার সকল সরকারি অফিসের কর্মকর্তাকে অবহিত করব। প্রসঙ্গত, নবাগত উপজেলা নির্বাহী অফিসার খুলনা জেলা তেরোখাদা উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ আলীর সন্তান। ব্যাক্তিগত জীবনে তিনি বিবাহিত। এক পুত্র সন্তানের জনক। তাঁর সহধর্মীনি পেশায় একজন ডাক্তার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *