মুকসুদপুর উপজেলার নওহাটা আব্দুর রহিম মোল্লা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার নওহাটা আব্দুর রহিম মোল্লা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে (২৩জুলাই) বিদ্যালয়ের মিলনায়তনে পরিচালনা পর্ষদের সভাপতি মো,মনিরুজ্জামান মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি ১৩নং মোচনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদ হোসেন মোল্লা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী মিয়া, সাবেক সভাপতি মিরাজুল ইসলাম, আবুল কাশেম, নজরুল ইসলাম রজব আলী,হানিফ মোল্লা, আহাদুজ্জামান শেখ,শিহাব উদ্দিন মোল্লা,গোপীনাথ বাড়ৈ, সাহিদা নেছা খাদিজা,মোহাম্মদ আবু শেখ, হায়দার মোল্লাপ্রমূখ।

বক্তারা বলেন গুনগত শিক্ষার মান উন্নয়নে শেণী কক্ষে পাঠদানের মাধ্যমে ছেলে মেয়েদের উপযুক্তভাবে গড়ে তোলা,প্রাইভেট পড়া রোধ,টেস্ট পরীক্ষায় অনুর্ত্তীন কোন শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন না করার বিষয়ে সিদ্বান্তহয়। চেয়ারম্যান এমদাদ হোসেন মোল্লা তার বক্তৃতায় বলেন দেশ ও জাতির কল্যাণে শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সুশিক্ষা প্রতিষ্ঠা করতে হবে,ঝরে পড়া ছাত্র-ছাত্রীদের স্কুলমুখী করার জোরালো আহ্বান জানান, স্কুলের ছাত্র-ছাত্রীদের প্রয়োজনে যা যা করণীয় এমদাদ হোসেন তা করে যাবেন বলে সকলকে অবহিত করেন।

ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুজ্জামান মোল্লা বলেন আমাদের প্রাণপ্রিয় এমপি মুহাম্মাদ ফারুক খান মহোদয় শিক্ষা প্রতিষ্ঠানকে গুরুত্বের সাথে সব সময় দেখে থাকেন,আমার দায়িত্ব পালনকালীন সময়ে স্কুল উন্নয়নে এমপি মহোদয়ের কাছ থেকে যতটা সম্ভব আপনাদেরকে সাথে নিয়ে তা নিয়ে এসে স্কুলের প্রয়োজনে তা প্রয়োগ করা হবে এবং উপস্থিত সকলের কাছে মাননীয় প্রধানমন্ত্রী ও তার পরিবার ও এমপি মুহাম্মাদ ফারুক খানের ও তার পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য দোয়ার আবেদন করেন। ফকির মিরাজ আলী শেখ বিশেষ প্রতিনিধি। ০১৬১১১১২০০০ ২৩/০৭/২০২২



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *