গোপালগঞ্জের মুকসুদপুরে বাংলাদেশ সেনাবাহিনী ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। বুধবার দুপুরে সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের উদ্যোগে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে এ আয়োজন করে। কোভিড-১৯ করোনা মহামারির সংকটময় মূহুর্তে মুকসুদপুর কলেজ মাঠে ৪৫০ জন অসহায় দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ ইষ্ট বেংগল রেজিমেন্ট এর উপ-অধিনায়ক মেজর মোঃ তানজীর আহম্মদ। লেফটেন্যান্ট সাদাফ আবরার রাইয়ান সহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এসময় উপজেলার ৪৫০ জন দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি পেয়াজ, ৩ কেজি ডাল, ১ কেজি লবন ও ২ কেজি চিনি।