মুকসুদপুরে ১কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
গোপালগঞ্জের মুকসুদপুরে ১ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী চন্দ্রা বৈদ্য (৪০) ও এনায়েত মিনা (৩৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিন্দিয়াঘাট ফাঁড়ির পুলিশ। পুলিশ সুত্রে জানাযায়, বুধবার রাতে সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই আব্দুস সালাম এর নেতৃত্বে এসআই মিরাজ হোসেন খান, এ এসআই দিদারুল আলম, এ এসআই মনির হোসেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ননীক্ষীর ইউনিয়নের ভাটরা গ্রামের এনায়েত মিনার ঘর তল্লাশি করে চন্দ্রা বৈদ্য ও এনায়েত মিনাকে ১কেজি গাঁজাসহ গ্রেফতার করে। এলাকাবাসী জানায়, কুখ্যাত মাদক ব্যবসায়ী চন্দ্রা বৈদ্য ও তার সহযোগী এনায়েত মিনা প্রশাসনের চোঁখ ফাঁকি দিয়ে এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিলো আমরা এদের কঠিন শাস্তি দাবি করছি। গ্রেফতারকৃত চন্দ্রা বৈদ্য মুকসুদপুর উপজেলার জলিরপাড় গ্রামের কোমদ বৈদ্যর স্ত্রী ও এনায়েত মিনা ননীক্ষীর ইউনিয়নের ভাটরা গ্রামের ওহাব মিনার ছেলে। এব্যাপারে মুকসুদপুর থানার ওসি মোঃ আবু বকর মিয়া জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে, এবং আসামীদের বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পেরণ করা হয়েছে। তিনি আরো জানান মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।