মুকসুদপুরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার


গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী উত্তম বিশ্বাস (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মুকসুদপুর উপজেলার জলিরপাড় এলাকা থেকে আসামীকে গ্রেপ্তার করে সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই নবকুমার ঘোষ।
মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই নবকুমার ঘোষ জানান, গ্রেপ্তারকৃত পলাতক আসামী উত্তম বিশ্বাস মুকসুদপুর উপজেলার কলিগ্রামের কমল বিশ্বাসের ছেলে। তিনি আরো জানান, পলাতক আসামী উত্তম বিশ্বাস মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী মুকসুদপুর জি আর- মামলা নং-১৮৫/ ১৭।