মুকসুদপুরে রাস্তায় অবৈধ বাঁধা অপসারণ ও সড়ক পরিবহন আইনে মোবাইল কোর্ট পরিচালনা

মুকসুদপুরে রাস্তায় অবৈধ বাঁধা অপসারণ ও সড়ক পরিবহন আইনে মোবাইল কোর্ট পরিচালনা

গোপালগঞ্জের মুকসুদপুরের বিভিন্ন আঞ্চ‌লিক মহাসড়ক ও অভ্যন্তরীণ সড়কের পাশে বালু, ইট, গাছের গোড়া সহ বিভিন্ন বাঁধা রে‌খে যানবাহন ও পথচারী চলাচ‌লে প্র‌তিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার সকালে মুকসুদপুর উপজেলা শহরে রাস্তায় অবৈধ বাঁধা অপসারণে ও সড়ক পরিবহন আইনে মোবাইল কোর্ট পরিচালনায় যারা রাস্তার পাশে বালু রেখেছেন তাদের সরিয়ে নিতে মৌখিক নির্দেশ দেন উপজেলা প্রশাসন। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের রহমান রাশেদ জানান, উপজেলার শহরের কলেজ মোড় থেকে কমলাপুর ব্রীজ পর্যন্ত রাস্তায় অবৈধভাবে বালু রেখে যানবাহন ও পথচারী চলাচলে প্রতিবন্ধকতা তৈ‌রিসহ নানা সমস্যা দেখা দিয়েছে।

প্রাথমিকভাবে তাদের মৌখিকভাবে বালু সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তারা ইতিমধ্যে সরিয়ে নিচ্ছেন। সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসমত হোসেন রাস্তায় ইট, বালু ও গাছের গুড়ি সহ বিভিন্ন অবৈধ বাঁধা অপসারণ করেন ও সড়ক পরিবহন আইনে মোবাইল কোর্ট পরিচালনা করেন। আজ সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে অ‌ভিযান চালায়। কেউ যদি নির্দেশ অমান্য করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বা‌র্থে এ অ‌ভিযান অব্যাহত থাক‌বে ব‌লেও জানান তি‌নি।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *