মুকসুদপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ বেকারিকে জরিমানা

গোপালগঞ্জের মুকসুদপুরে ৩ বেকারি কারখানাকে ২০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকালে মুকসুদপুর উপজেলার রাঘদী ও জলিরপাড় এলাকায় ৩টি বেকারীকে এ জরিমানা করা হয়। র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহম্মেদের নেতৃত্বে এ জরিমানা করেন মুকসুদপুর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মো. আলাউল ইসলাম। র‌্যাব সূত্রে জানাযায়, ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে উপজেলার রাঘদী এলাকার বেকারির মালিক আব্দুল্লাহ নিজামকে ৫হাজার ও ইব্রাহিম মোল্যা কে ৫ হাজার টাকা এবং জলিরপাড় বেকারির রুবেল আহম্মেদ সরদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুকসুদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মো. আলাউল ইসলাম।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *