প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৫, ৯:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২১, ১০:২৫ অপরাহ্ণ
মুকসুদপুরে ফারুক খান এমপি’র পক্ষে যাকাতের কাপড় বিতরণ
গোপালগঞ্জের মুকসুদপুরে ৩ হাজার সকল ধর্মের হতদরিদ্র মানুষের মাঝে যাকাতের কাপড় ও লুঙ্গি বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান।
মঙ্গলবার মুকসুদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে যাকাতের শাড়ি কাপড়,লুঙ্গি বিতরণ করেন সুচিন্তা ফাউন্ডেশনের যুগ্ম-আহবায়ক কানতারা খান। এ সময় মুকসুদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্লা, কাশালিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মিয়া, রাগদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান টুটুল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহমুদ খানকুটি, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী শেখ রনি আহম্মেদ, ভাবড়াশুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিফাতুল আলম মুছা, ফেরদৌস জুটমিলের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম মাতুব্বর, জলিরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিভা রানী মন্ডল, কাশালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি গঞ্জের আলী খান, কাশালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ- সভাপতি রওশন আলী শিকদার, কাশালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান নাসির, জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিপ্লব মজুমদার, ফেরদৌস জুটমিলের পরিচালক আজাদ মাতুব্বর প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় সুচিন্তা ফাউন্ডেশনের যুগ্ম-আহবায়ক কানতারা খান বলেন, আমার বাবা মুহাম্মদ ফারুক খান এমপি বিগত ২৬ বছর ধরে আপনাদের মাঝে আছেন। আগামীতেও থাকবেন। তাই আমি আপনাদের মাঝে এসে ঈদ শুভেচ্ছা উপহার দিয়ে যাচ্ছি। উপস্থিত সকলের কাছে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জন্য দোয়া প্রার্থনা করেন।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত