মুকসুদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করেছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ। মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগ আলোচনা সভা ও র্যালির আয়োজন করে। সকাল ১০ টায় মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে কেক কেটে দলীয় সভানেত্রীর জন্মদিন উদযাপন করেন নেতা কর্মীরা। কেককাটা অনুষ্ঠানে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মিয়া, এমএম মহিউদ্দিন আহম্মেদ মুক্তু সহ আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মী, স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।