মুকসুদপুরে পুলিশ সুপারের খাদ্য সহায়তা প্রদান

গোপালগঞ্জের মুকসুদপুরে চলমান কঠোর লকডাউন বাস্তবায়নে পুলিশের পরামর্শ ও খাদ্য সহায়তা প্রদান করেছেন গোপালগঞ্জ পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা। শুক্রবার মুকসুদপুর থানার আয়োজনে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শতাধিক অসহায়দের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। গোপালগঞ্জ পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা-পিপিএম এর নেতৃত্বে পুলিশ বাহিনীর একটি দল কঠোর লকডাউন বাস্তবায়নে মুকসুদপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন এলাকায় টহল দেন। এরপর পুলিশ সুপার মুকসুদপুর উপজেলার বিভিন্ন এলাকায় লকডাউন বাস্তবায়নে পরামর্শ প্রদান এবং দুঃস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান, সিনিয়র সহকারী পুলিশ সুপার সার্কেল মোঃ শাহিনুর চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মোঃ কাবীর মিয়া, মুকসুদপুর থানার ওসি মো: আবু বকর মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রবিউল আলম সিকদার, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান মোল্যা সহ স্থানীয় গনমাধ্যম কর্মীরা। মুকসুদপুর থানার ওসি মো: আবু বকর মিয়া বলেন, মুকসুদপু থানা পুলিশ কঠোর লকডাউন বাস্তবায়নে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা স্যারের নির্দেশ মোতাবেক কাজ করে যাচ্ছে। লকডাউন বাস্তবায়নে আমাদের এই কর্মকান্ড অব্যাহত থাকবে। এছাড়াও মুকসুদপুরে করোনাকালীন সময়ে দুঃস্থ অসহায় শতাধিক পরিবারের মাঝে ৫ কেজি চাউল, ১ কেজি ডাল, লবন, চিনি, আলু, সেমাই, হুইল ও সাবান বিতরণ করা হয়। লকডাউন বাস্তবায়নের পাশাপাশি এ উপজেলার আইনশৃঙ্খলা রক্ষায় থানা পুলিশ কাজ করে যাচ্ছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *