গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামীলীগ সমর্থিত দলীয় প্রতীক (নৌকা) প্রাপ্ত ১৬ চেয়ারম্যান পদপ্রার্থী মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়াও বাংলাদেশের ইসলামী আন্দোলন দলের সমর্থিত ৭ জন এবং ৭৭ জন সতন্ত্র প্রার্থী সহ শতাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মুকসুদপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হাচেন উদ্দিন আমাদের প্রতিনিধিকে জানান, মনোনয়ন যাচাই-বাছাই ৪ নভেম্বর। ৫, ৬, ৭ আপীল শুনানী। ৮, ৯ , ১০ আপীল নিস্পত্তি। মনোনয়ন প্রত্যাহার ১১ নভেম্বর এবং ১২ নভেম্বর প্রতীক বরাদ্দ।
জাতীয় নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে মোট ১০০৭টি ইউনিয়ন পরিষদ এবং ১০টি পৌর সভার নির্বাচন অনুষ্ঠিত হবে। গোপালগঞ্জ-১ আসনের মুকসুদপুর উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২ নভেম্বর) ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মুকসুদপুর উপজেলা চত্বরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আশরাফ আলী আশু মিয়া, সাধারণ সম্পাদক মো. রবিউল আলম শিকদার, যুগ্ম-সম্পাদক সাইদুর রহমান টুটুল, মো. সিরাজুল ইসলাম, এম মহিউদ্দিন আহমেদ মুক্ত মুন্সি, সাংগঠনিক সম্পাদক সাব্বির খান, দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক মো.জাহিদুর রহমান সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী এ সময় উপস্থিত ছিলেন। মুকসুদপুর উপজেলার ১৬টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী (নৌকা প্রতীক) প্রাপ্তরা হলেন, মো. রহমান মীর ২নং পশারগাতি ইউনিয়ন, ওবাইদুল ইসলাম ৩নং গোবিন্দপুর, মো. সাব্বির খান ৪নং খান্দারপাড়া, পরিতোষ সরকার ৫নং বহুগ্রাম, মো. মনিরুজ্জামান মোল্যা ৬নং বাঁশবাড়ীয়া, এস.এম রিফাতুল আলম ৭নং ভাবড়াশুর, মো. আশরাফ আলী আশু মিয়া ৮নং মহারাজপুর, শাহ আকরাম হোসেন ৯নং বাটিকামারি, মোহাম্মদ আলী ১০নং দিগনগর, মো. সাহিদুর রহমান (টুটুল) ১১নং রাঘদী, মো. নজরুল ইসলাম ১২নং গোহালা, মো. দেলোয়ার হোসেন ১৩নং মোচনা, শ্যামল কান্তি বোস ১৪নং উজানী, মো. সিরাজুল ইসলাম ১৫নং কাশালিয়া, শেখ রনি আহম্মেদ ১৬নং ননীক্ষীর, বিভা মন্ডল ১৭নং জলিরপাড় ইউনিয়ন।