মুকসুদপুরে নিখোঁজ নির্ভসা বৈরাগীর সন্ধান পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

গোপালগঞ্জের মুকসুদপুরে ৫ দিন ধরে নিখোঁজ নির্ভসা বৈরাগীর সন্ধানের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পরিবারের সদস্যরা।

আজ রোববার (২৯ জানুয়ারি) সকালে মুকসুদপুর উপজেলার কলিগ্রামের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে নিখোঁজ নির্ভসা বৈরাগীর পরিবার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিখোঁজ নির্ভসা বৈরাগীর ছেলে পিংকু বৈরাগী। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৫ জানুয়ারি বিকালে মাছ ধরতে চান্দার বিলে যাওয়ার উদ্দেশ্যে তার বাবা বাড়ি থেকে বের হন। ওই রাতে তিনি আর বাড়ি ফিরে না আসলে বিভিন্ন স্থানে তার খোঁজ করা হয়। পরে তার সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, খোঁজাখুঁজির একপর্যায়ে একই গ্রামের অরুন দাসের জমিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে পা দেওয়া এবং ওই জমিতে পড়ে যাওয়ার চিহ্ন পাওয়া যায়। পরবর্তীতে, বিষয়টি নিয়ে মোবাইল ফোনে মীমাংসা করার জন্য অরুণ দাস স্থানীয় মেম্বার বকুল তালুকদারকে প্রস্তাব দেয়। এ বিষয়ের অডিও রেকর্ডিং পুলিশের কাছে দিলেও এখন পর্যন্ত অরুণ দাসকে আটক করতে পারেনি পুলিশ। আমরা অরুণ দাসকে গ্রেপ্তার করা সহ আমার বাবাকে জীবিত অথবা মৃত ফেরত চাই। সন্তান হিসেবে তার পরিবারের পক্ষ থেকে তিনি তার নিখোঁজ পিতার দ্রুত সন্ধান পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে নিখোঁজের মেয়ে রিতা বৈরাগী, মালা বৈরাগী, মিলি বৈরাগী, জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রকিম বৈরাগী, ক্লিনটন বাড়ৈ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ জেলা-উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *