স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলা ও ইউনিয়নে দীর্ঘ সেতু নির্মাণ (LBC) প্রকল্পের আওতায় টেংরাখোলা- জলিরপাড় জিসি সড়কের ১৯২০০ মিটার চেইনেজ এমবিআর খালের ওপর ৩০০.৩০ মিটার পিসি গার্ডার ব্রীজের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান। মঙ্গলবার বিকালে মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন ও ব্রীজের উদ্বোধন করেন তিনি।
পরে জলিরপাড় ব্রঞ্চ মার্কেটে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের চারিদিকে উন্নয়ন আর উন্নয়ন হয়, আসুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে মিলেমিশে কাজ করে যাই, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে তিনি উপস্থিত সকলকে ভোটাধিকার প্রয়োগ করারও আহ্বান জানান।
জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিপ্লব মজুমদারের সঞ্চলনায় এ সময় বক্তব্য রাখেন, মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাড: আতিকুর রহমান মিয়া, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান মোঃ কাবির মিয়া, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জোবায়ের রহমান রাশেদ, উপজেলা প্রকৌশলী সজল কুমার দত্ত, মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া, উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারন সম্পাদক সাইদুর রহমান টুটুল, সিরাজুল ইসলাম মিয়া, এম এম মহিউদ্দিন আহম্মেদ মুক্ত প্রমুখ।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে সহকারী প্রকৌশলী রবিউল হোসাইন, উপ-সহকারী প্রকৌশলী আমিনুর রহমান, জলিরপাড় ইউপি চেয়ারম্যান বিভা রানী মন্ডল, ইউনিয়ন ভূমি কর্মকর্তা এস এম রকিব, ইউনিয়ন আ. লীগের সাবেক সাধারণ সম্পাদক অধীর কুমার সাহা সহ ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দোয়া ও মোনাজাত শেষে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে জলিরপাড় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ও ব্রীজের উদ্বোধন করেন মুুহাম্মদ ফারুক খান এমপি।