গোপালগঞ্জের মুকসুদপুরের জলিরপাড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দক্ষিন জলিরপাড় জুনিয়র ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে মুকসুদপুর উপজেলার দক্ষিন জলিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করেন বিশিষ্ট সমাজ সেবক ও বঙ্গবন্ধুর এক নিষ্ঠ কর্মী নিধান মন্ডল।
এসময় জগদীশ মন্ডলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সমাজ সেবিকা চারুলতা হালদার, জলিরপাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিহির কান্তি রায়, সমাজ সেবক বিকাশ বাকচী, সমাজ সেবক কেশব সরকার, কাশালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও সাংবাদিক ফকির মিরাজ আলী শেখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজীব রায়। এর আগে চারু নাম্বার ওয়ান খেলায় বিভিন্ন নারীরা অংশগ্রহন করেন। এসময় বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন অতিথিরা।