প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ৭:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২, ২০২৩, ১০:২২ অপরাহ্ণ
মুকসুদপুরে জাতীয় সংসদ নির্বাচন ও জলিরপাড় ইউপি উপনির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় কাজ করছেন আ. লীগের নেতৃবৃন্দরা
আগামী সংসদ নির্বাচন ও ১৭ নং জলিরপাড় ইউপি উপনির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ড উপজেলায় সর্ব সাধারণের নিকট তুলে ধরে ব্যস্ত সময় পার করছেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।
এলক্ষ্যে মুকসুদপুর উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক ও ১৭ নং জলিরপাড় ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান শ্রীমতি বিভা রানী মন্ডল। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক এনায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ১৬ নং ননীক্ষীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক শেখ রনি আহমেদ সহ নেতৃবৃন্দরা।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও জলিরপাড় ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন উপলক্ষে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে প্রতিটি মানুষের নিকট গিয়ে তারা বর্তমান সরকারের চলমান উন্নয়ন কর্মকান্ড তুলে ধরছেন। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খানকে নৌকা প্রতীকে ভোট দিয়ে পুনঃরায় জয়যুক্ত করার আহ্বান জানান। এছাড়াও নৌকা প্রতীকে জলিরপাড় ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শ্রীমতি বিভা রাণী মন্ডলকে সঙ্গে নিয়ে এনায়েত হোসেন ও শেখ রনি আহমেদ জলিরপাড় ইউনিয়নের ভোটারের বাড়িতে গিয়ে বর্তমান সরকারের উন্নয়ন ও সাফল্যের চিত্র তুলে ধরেন এবং সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও জলিরপাড় ইউনিয়ন পরিষদের উপনির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করে ব্যস্ত সময় পার করছেন।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত