প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৭:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২২, ৭:৫৯ অপরাহ্ণ
মুকসুদপুরে জমি-জমার বিরোধে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য আহত
গোপালগঞ্জের মুকসুদপুরে জমি-জমার বিরোধে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় পশারগাতী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ আনোয়ার মোল্যা আহত।
১ জুলাই শুক্রবার দুপুরে উপজেলার গেড়াখোলা বাজার থেকে নিজ বাড়িতে আসার পথে সালিনাবক্সা নামক স্থানে তাকে হাতুড়িসহ দেশিয় অস্ত্র দিয়ে এলোপাথারী ভাবে পিটিয়ে আহত করে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য মুকসুদপুর হাসপাতালে আনে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়।
এই ঘটনায় আনোয়ার মোল্যার ছেলে রিয়াজ ইসলাম রানা বাদী হয়ে জাকারিয়া শরীফকে প্রধান আসামী করে মোট ৮ জনের নামে মুকসুদপুর থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের অন্যান্য আসামীরা হলো রাকিবুল শরীফ, রাজিব শরীফ, আওলাদ শেখ, মনির শেখ, আমের আলী শেখ, আরেফিন শেখ, আরিফ শেখ এবং নিজাম শেখ। মুকসুদপুর থানয় দায়েরকৃত অভিযোগে দেখাযায়, আনোয়ার মোল্যার সাথে বিবাদী জাকারিয়া শরীফদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিলো।
তারই জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে তাকে হামলা করে আহত করে বিবাদীরা। আনোয়ার মোল্যার ছেলে রিয়াজ ইসলাম রানা জানায়, ১৬ নং দাসেরহাট মৌজার দাগ নং ১, খতিয়ান নং ৩৫৯ এর ১৫ শতাংশ জমি নিয়ে বিবাদীদের সহিত দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।
এই জমি নিয়ে আদালতে মামলা রয়েছে। মামলা থাকা সত্বেও তারা এই জমির উপর বাশের বেড়া নির্মাণ করে। পরে গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান ওবাইদুল ইসলাম ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ মিলে বাশের বেড়া তুলে দেয়। কিন্তু শুক্রবার দুপুরের দিকে আমার পিতা গেড়াখোলা বাজার থেকে বাড়ি আসার সময় বিবাদীরা আমার পিতাকে একা পেয়ে বেধড়ক মারপিট করে। আমার দুই ভাই পুলিশে কর্মরত আছে।
বিবাদীদের ভয়ে তারা বাড়িতে আসতে পারে না। আমরা এই ঘটনার সুষ্ঠ বিচার দাবি করছি। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা মুকসুদপুর থানার এস আই মোসলেম জানান, এই ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে মামলা নং ৫, মামলার প্রেক্ষিতে আসামী আমের আলীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে৷৷
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত