মুকসুদপুরে জমিসংক্রান্তে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত – ৪

গোপালগঞ্জের মুকসুদপুরে জমি সংক্রান্তে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যায় খান্দারপাড়া ইউনিয়নের ভাটরা বেজরা গ্রামের পৈত্রিক জমি স্থানীয়দের উপস্থিতিতে মাপঝোপ শেষে সীমানায় খুঁটি স্থাপনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে এলাকাবাসী ও আহতদের স্বজনেরা জানান।

পরে আহতদের পক্ষে এ ঘটনায় মুকসুদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পরে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, প্রতিপক্ষ একই গ্রামের মৃত বাঁকা মোল্লার ছেলে বিজিবি সদস্য মোঃ কচি মোল্লা (৫৫), তার ছেলে বিজিবি সদস্য লিপু মোল্লা, কচি মোল্লার ভাই ইলান মোল্লা, চারু মোল্লা, চাপল মোল্লা, ইলান মোল্লার ছেলে নাদিম মোল্লা সহ আরও কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে প্রাপ্য জমির সীমানা বুঝিয়ে না দিয়ে প্রতিপক্ষের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাদেরকে মারাত্মকভাবে আহত করে।

পরে স্থানীয়রা আহতদেরকে দ্রুত উদ্ধার করে মুকসুদপুর ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে রিজন মুন্সী ও মোঃ লাইজু খানের আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে হাসপাতলে ভর্তি করে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে এবং অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পরে গুরুতর আহত মোঃ লাইজু খানের পিতা ডাব্লু খান বাদী হয়ে মুকসুদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মুকসুদপুর থানার এসআই মুক্তার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সাথে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছেন বলে জানা গেছে।

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *