গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন ১৩নং মোচনা ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী এমদাদ হোসেন মোল্লা। মোচনা ইউপি চেয়ারম্যান প্রার্থী এমদাদ হোসেন মোল্লা প্রতিটি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন।
রবিবার দিনব্যপি ইউনিয়নের প্রতিটি মানুষের কাছে গিয়ে তার আনারস মার্কার জন্য ভোট প্রার্থনা করেন তিনি। চেয়ারম্যান প্রার্থী এমদাদ হোসেন মোল্লা বলেন, ২৮ শে নভেম্বর অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। আমি আশাকরি ইউনিয়নের সকল ভোটার আমাকে আনারস মার্কায় বিপুল পরিমান ভোট দিয়ে নির্বাচিত করবে ইনসাল্লাহ।