মুকসুদপুরে ইয়াবা সহ মাসুম সরদার নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
গোপালগঞ্জের মুকসুদপুরে ৯ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মাসুম সরদার (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জেলা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিস সূত্রে জানাগেছে, গত মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনারভূমি শেখ মোঃ আলাউল ইসলাম ও গোপালগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখার মোহাম্মদ উমায়ের -এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে উপজেলার দক্ষিণ চন্ডিবর্দী গ্রামের জাফর মাস্টারের বাড়ি সংলগ্ন রাস্তার ওপর থেকে তার শরীর তল্লাশি করে ৯ পিচ ইয়াবাসহ তাকে আটক করে।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদলতের বিচারক শেখ মোঃ আলাউল ইসলাম সাক্ষ্য প্রমানের ভিত্তিতে তাকে ৩ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন। গ্রেফতারকৃত মাসুম সরদার মুকসুদপুর উপজেলার দক্ষিণ চন্ডিবর্দী গ্রামের মৃত টগর সরদারের ছেলে।