গোপালগঞ্জের মুকসুদপুরে সুমন নামের এক যুবক ও আছমা বেগম নামের এক গৃহবধূকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক করেছে এলাকাবাসী।
মুকসুদপুর পৌরসভার চন্ডিবর্দী গ্রামে রোববার (২৫ সেপ্টেম্বর) ভোর রাত ৩ টার দিকে তাদেরকে আপত্তিকর অবস্থায় গ্রামবাসী আটক করে থানায় খবর দিলে থানার এসআই কামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিযে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত সুমন শেখ চন্ডিবর্দী গ্রামের দুলু শেখের ছেলে এবং আছমা বেগম একই গ্রামের বাবুল মিয়ার স্ত্রী।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের দুইজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া