গোপালগঞ্জের মুকসুদপুরে তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
উপজেলার ১৬টি ইউনিয়নের ১৩টিতেই আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা জয়ী হয়েছেন। এছাড়াও ২টিতে সতন্ত্র প্রার্থী ও ১টিতে বিদ্রোহী প্রার্থী জয় পেয়েছেন। গত রোববার রাত সাড়ে ১১টায় মুকসুদপুর উপজেলা পরিষদের হলরুমে নির্বাচনী দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং কর্মকর্তাগণ বেসরকারি ফলাফল ঘোষণায় এ তথ্য নিশ্চিত করেন।
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৬টি ইউনিয়নে রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকাল ৪টার পর শুরু হয় ভোট গণনা ও নির্বাচনী ফলাফল ঘোষণা।
ইউপি নির্বাচন-২০২১ এ মুকসুদপুর উপজেলার ১৬টি ইউনিয়নে নারী ভোটারের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। এছাড়াও প্রবীণ ও অসুস্থ ভোটারদেরকে স্বশরীরে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে দেখা গেছে। আর এক্ষেত্রে জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় ভোটকেন্দ্রে নিয়োজিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদেরকেও মানবিক দায়িত্ব পালন করতে দেখা গেছে।
১৬টি ইউনিয়নের ৭৮জন চেয়ারম্যান প্রার্থী ভোট যুদ্ধে প্রতিদ্ব›িদ্বতা করেন। এর মধ্যে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত ১৬ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ৭ জন, স্বতন্ত্র প্রার্থী ৫৪ জন এবং ১ জন বিদ্রোহী প্রার্থী ছিলেন।
১৬ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ২১ হাজার ৯৭৬ জন। ১৩ ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা হলেন পশারগাতী ইউনিয়নে আ. রহমান মীর, গোবিন্দপুর ইউনিয়নে ওবায়দুল ইসলাম, খান্দারপাড় ইউনিয়নে মুহাম্মদ সাব্বির খান, বহুগ্রাম ইউনিয়নে পরিতোষ সরকার, বাঁশবাড়িয়া ইউনিয়নে মনিরুজ্জামান মোল্যা, ভাবরাশুর ইউনিয়নে এস এম রিফাতুল আলম মুসা, বাটিকামারি ইউনিয়নে শাহ আকরাম হোসেন (জাফর ফকির), দিগনগর ইউনিয়নে মোহাম্মদ আলী শেখ, রাঘদী ইউনিয়নে মো. সাহিদুর রহমান টুটুল, গোহালা ইউনিয়নে মো. নজরুল ইসলাম মাতুব্বর, উজানী ইউনিয়নে শ্যামল কান্তি বোস, কাশালিয়া ইউনিয়নে মো. সিরাজুল ইসলাম মিয়া, ননীক্ষীর ইউনিয়নে শেখ রনি আহমেদ। স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে মোচনা ইউনিয়নে মো. এমদাদ হোসেন ও জলিরপাড় ইউনিয়নে মিহির কান্তি রায় জয়ী হয়েছেন। এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মহারাজপুর ইউনিয়নে ঘোড়া প্রতীকে সালাউদ্দিন মিয়া জয়ী হয়েছেন।
এদিকে গত ২৮ নভেম্বর মুকসুদপুরের ১৬টি ইউপি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় নির্বাচনে প্রতিদ্ব›িদ্ব প্রার্থীরা, ভোটারগণ, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, জেলা পুলিশ সুপার আশেয়া সিদ্দিকা পিপিএম সেবা, মুহাম্মদ ফয়জুল মোল্যা, জেলা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা নির্বাচন কর্মকর্তা, জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী বৃন্দদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।