মুকসুদপুরের ননীক্ষীরে ১ হাজার মানুষ পেলো ঈদ উপহার

মুকসুদপুরের ননীক্ষীরে ১ হাজার মানুষ পেলো ঈদ উপহার

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সমাজসেবক শেখ মো: জিন্না ১হাজার মানুষের মাঝে ঈদ উপহার শাড়ি-লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেছেন। আজ বুধবার সকালে শেখ মো: জিন্না তার ব্যক্তিগত তহবিল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গোপালগঞ্জ-১ আসনের এমপি ফারুক খানের পক্ষে ননীক্ষীর ইউনিয়নের ১হাজার মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেছেন।

এসময় উপস্থিত ছিলেন, মজিবর শেখ, ছিদ্দিকুর রহমান শেখ, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মাসুদ শেখ, ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য মাখম মন্ডল, মোহাম্মাদ আলী শেখ, ফিরোজ শেখ, হাসান মুন্সি, কাজী শাহিন, রাকিব শেখ, সুজন শেখ প্রমুখ। বিতরণ শেষে শেখ মো: জিন্না প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফারুক খান এমপির পরিবারের জন্য সকলের কাছে দোয়া চান।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *