গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড়ে শেখ রাসেল এর জন্মদিন পালন করেছে উত্তর জলিরপাড় শেখ রাসেল যুব ক্লাব। সোমবার সন্ধ্যায় প্রবাসী জসিম চোকদার ও আব্দুর রহমানের আয়োজনে উপজেলার জলিরপাড়ে কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালন করেছে উত্তর জলিরপাড় শেখ রাসেল যুব ক্লাব। জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক লিটন বাকচীর সঞ্চলনায় ও ক্লাবের উপদেষ্টা সদস্য শহীদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিপ্লব মজুমদার, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি শ্রীপতি বৈরাগী, ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণ বিষয়ক সম্পাদক রমেন্দ্র নাথ বৈরাগী, ক্লাবের সাধারন সম্পাদক উজ্জ্বল দাস, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী চোকদার, হীরালাল বাড়ৈ, রঞ্জিত মন্ডল, কুটি মিয়া ব্যাপারী, নবারুন ক্লাবের সভাপতি রঞ্জন বৈরাগী, ৭.৮.৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী রাজিয়া বেগম, নিত্য বাকচী প্রমুখ। এসময় ক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা শেখ রাসেলসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।