বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসেডিয়াম সদস্য ও গোপালগঞ্জ ১ আসনের বারবার নির্বাচিত সাংসদ মুহাম্মদ ফারুক খান এমপি’র জন্মদিন পালন করেছে মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শ্রীমতি বিভা রানী মন্ডলের সার্বিক সহযোগিতায় ও জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। ১৮ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় দক্ষিণ জলিরপাড় বঙ্গবন্ধু পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত জন্মদিন পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শ্রীমতি বিভা রানী মন্ডল।
অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওভার প্রাপ্ত সাধারণ সম্পাদক রকিম বৈরাগ। এ সময় বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি অনিল মন্ডল, সুকুমার বাগচি, সাংগঠনিক সম্পাদক রনজিৎ বালা, সহ-সভাপতি শ্রীপতি বৈরাগী,শিক্ষা বিষয়ক সম্পাদক রনি হালদার,আইন বিষয়ক সম্পাদক মন্মথ বৈরাগী, কৃষি বিষয়ক সম্পাদক শিবনাথ মন্ডল, প্রেমানন্দ হালদার, প্রদীপ হালদার, সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ও আমেরিকা প্রবাসী লরেন্স বাপ্পি সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মিন্টু রায় চৌধুরী সহ গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।
আলাচনা সভা শেষে কেক কেটে ও মিস্টি বিতরণ করা হয়। উপস্থিত সকলের কাছে শ্রীমতি বিভা রানী মন্ডল মাননীয় এমপি মুহাম্মদ ফারুক খান সহ তার পরিবারের ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ুর জন্য দোয়ার প্রার্থনা করেন।এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের নিহত সকলের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করেন ও বিদেহী আত্মার শান্তি কামনা করেন।