গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী ও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম মাতুব্বর ইউনিয়নবাসীর সাথে মতবিনিময় করেছেন।
সোমবার বিকালে উপজেলার গঙ্গারামপুর ফেরদৌস জুটমিলে এ আয়োজন করেন। গোহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী,বিশিষ্ট সমাজসেবক, শিক্ষা অনুরাগী ও ফেরদৌস জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম মাতুব্বর। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন তাসলিম জামিল। সভাপতিত্ব করেন হাজী আবু তালেব শেখ।
পরিচালনা করেন আবুল কাশেম শেখ সদস্য ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আওয়ামী লীগ কর্মী ও ফেরদৌস জুটমিলের পরিচালক আজাদ মাতুব্বর। এ সময় বক্তব্য রাখেন বন্দে আলী মাতুব্বর সাবেক সভাপতি গোহালা ইউনিয়ন আওয়ামী লীগ, আশরাফ আলী হিসাব দি, সেলিম মাতুব্বর সাবেক সভাপতি ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ, সাবেক মেম্বার সালাউদ্দিন শেখ মান্দার সাবেক সাধারণ সম্পাদক ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ, হাজী কেরামত মাতব্বর সভাপতি ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ, নাসির শেখ সাধারণ সম্পাদক ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ, সাবেক সেনাসদস্য বাবুল মাতুব্বর, আব্দুল্লাহ মাতুব্বর, সাবেক সভাপতি ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ, রফিক শেখ সহ-সভাপতি ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধা সফি চোকদার, বীর মুক্তিযোদ্ধা শামসু শেখ, হাজী আউয়াল আলী মাতুব্বর, হাজী হাবিবুর রহমান মাতুব্বর, হাজী আবু তালেব শেখ, আলেম শেখ, সাবেক দফাদার শাহজাহান শেখ, শিক্ষক গৌরঙ্গ কর্মকার, শিক্ষক মানিক পাল, কৃষ্ণ পাল, গোপাল পাল, ডাক্তার মিলন কুমার দাস প্রমুখ। উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম মাতুব্বরের প্রায় ৩হাজার নেতাকর্মী ও সমার্থক। চেয়ারম্যান পদ প্রার্থী নজরুল ইসলাম মাতুব্বর বলেন, আসুন সাবেক সফল মন্ত্রী মুহাম্মদ ফারুক খান এর হাতকে শক্তিশালী করতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি গোহালা ইউনিয়ন পরিষদের নৌকা মার্কার মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী হয়ে জয় লাভ করে মানুষের ঘরে ঘরে গিয়ে সেবা করে যেতে চাই,আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যাতে নির্বাচিত হয়ে আপনাদের পাশে থেকে সেবা করতে পারি। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের প্রাণপ্রিয় নেতা মুহাম্মদ ফারুক খান ও তার সুযোগ্য কন্যা কানতারা খানের জন্য দোয়া করবেন। মতবিনিময় শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ও ২১ আগস্ট গেনেট হামলায় নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।