গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী নজরুল ইসলাম মাতুব্বর ৫ শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার তুলে দিয়েছেন। রবিবার সকালে গোহালা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও ফেরদৌস জুটমিল এর ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম মাতুব্বর তার ব্যক্তিগত তহবিল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গোপালগঞ্জ-১ আসনের এমপি মুহাম্মদ ফারুক খানের পক্ষে গোহালা ইউনিয়নের ৫শতাধিক মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আইয়ুব আলী মাতুব্বর, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সেলিম মাতুব্বর মিজানুর, বন্দে আলী মাতুব্বর, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন শেখ মান্দার, ফেরদৌস জুটমিলের পরিচালক আজাদ মাতুব্বর, আবুল কাশেম শেখ, বাচ্চু শেখ, আসাদ মাতুব্বর প্রমুখ। বিতরণ শেষে নজরুল ইসলাম মাতুব্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফারুক খান এমপির পরিবারের জন্য সকলের কাছে দোয়া চান।